বৃহস্পতিবার, ২৭ চৈত্র, ১৪৩১ | ১০ এপ্রিল, ২০২৫ | সকাল ৮:১০

আওয়ামী দোসররা পাশের দেশের সহযোগিতায় অস্থিতিশীলতা করছে: আমিনুল হক

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা পার্শ্ববর্তী একটি দেশের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুস সালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও গণমাধ্যমে বসে থাকা আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুর সহযোগিতায় বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করছে। তারা চেষ্টা করছে এই অন্তবর্তীকালীন সরকারকে কিভাবে ব্যর্থ প্রমাণিত করা যায়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবেনা। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। ষড়যন্ত্র রুখতে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। অন্তর্বর্তী সরকারকে আমরা বার বার বলছি দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দিন। জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে। জনগণকে সাথে নিয়েই আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশের মানুষের যে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মানুষের যে দৈনন্দিন চাহিদা ও মৌলিক চাহিদাগুলো রয়েছে। সকল চাহিদা পূরণের মাধ্যমেই আমরা বাংলাদেশের মাটিতে একটি সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে পারব।

জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে জানিয়ে তিনি বলেন, আজকে দেশের দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কারণ, এখনও পর্যন্ত সিন্ডিকেট স্বৈরাচারের হাতেই রয়েছে। মানুষকে স্বস্তি দিতে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, মানুষ সুষ্ঠুভাবে যাতে ভোট করতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা। সাধারণ মানুষ তখন ভোট দিতে পারেনি, ভয়াবহ নির্বাচন দেখেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বিদেশি প্রভুদের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল আওয়ামী লীগ।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই ৩১ দফা রূপরেখা দিয়েছেন। ৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে পারব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে ও সদস্য হাফিজুল হাসান শুভ্রর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন। এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আন্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, শামীম পারভেজ, মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ।

আমিনুল হক কর্মশালা শেষে পল্লবী ও রূপনগরে পাঁচটি স্পটে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগ :

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে যুক্ত হোন

সম্পাদক:

কপিরাইট ২০২৫ | ফাইন্ডিং পলিটিক্স