বিএনপিকে ইঙ্গিত করে জামায়াতের নেতা নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সংস্কার বিহীন নির্বাচন দেশে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। ক্ষমতায় আসার আগেই বলে আমরা কারো কোন সংস্কার মানবো না, ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করবো! তারা আওয়ামী লীগের চেয়ে ভংঙ্কর হবে। তারা মূলত ফ্যাসিবাদ কায়েমের পথে হাটছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আমির নুরুল ইসলাম এসব কথা বলেন।
বুলবুল বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার গুলো যারা করতে না দিয়ে তড়িঘড়ি করে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। তারা বরাবরই জনগণের বিপক্ষে। জনগণ চায় রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার।
অন্তবর্তীকালীন সরকারের প্রতি দেশের ১৮ কোটি জনগণের এখনো সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নৈতিক দায়িত্ব জনগণের আশা-আকাঙ্খা পূরণে কাজ করা। কারো চাপের মুখে জনগণের প্রত্যাশা বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নিলে জনগণ সেটি মেনে নেবে না।
তাই তিনি সরকারকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা নিজেদেরকে বড় দল বলে জামায়াতে ইসলামীকে ছোট করতে চায় তাদের বলবো, এই ছোট দলগুলোই ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল। আপনারা কোথায় ছিলেন?
সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য আবদুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান প্রমুখ।