জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া মজুরি, খোরাকি ভাতা, ছুটির টাকা এবং চলতি মাসের মজুরি পরিশোধের দাবিতে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সরকার ও মালিকপক্ষকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তারা বলেছেন, এই সময়ের মধ্যে দাবি না মানলে রাজপথে অবস্থান নেবেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলনে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক রাজু মিয়া লিখিত বক্তব্যে জানান, গত ১০ ফেব্রুয়ারি মালিক পক্ষ, শ্রমিকপক্ষ ও সরকারের মধ্যে এক বৈঠকে জানানো হয় যে, ২০ ফেব্রুয়ারির মধ্যে গত ডিসেম্বরের বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং জানুয়ারির মজুরি ১৭ মার্চের মধ্যে দেওয়া হবে, কিন্তু মালিকপক্ষ তা করেনি।
গত ১১ মার্চ একটি বৈঠক অনুষ্ঠিত হলেও তা বাস্তবায়ন হয়নি। টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদেরও বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। শ্রমিকরা জানান, বেতন না পেয়ে তারা বিভিন্ন দেনা-পাওনা পরিশোধ করতে পারছেন না। ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করছেন।
এদিকে, মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালায় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে হামলায় পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকরা জানান, পরিবার-পরিজনদের সামনে তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তারা সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না হলে রাজপথে অবস্থান নেওয়া দাবি আল্টিমেটাম দেন।
শ্রমিকরা তাদের দাবির সমাধানে পুলিশ, প্রশাসন এবং গাজীপুরের সব কলকারখানার শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন।