মঙ্গলবার, ২৫ চৈত্র, ১৪৩১ | ৮ এপ্রিল, ২০২৫ | রাত ৩:৫৩

রফতানি আদেশ স্থগিত হওয়া নিয়ে প্যানিকের কিছু নেই: প্রেস সচিব

রফতানি আদেশ স্থগিত হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি— এমন কিছু পদক্ষেপ নেবো, যাতে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছে রফতানি আদেশ স্থগিত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই। আমরা তো বারবার বলছি— এমন কিছু পদক্ষেপ নেবো, যাতে বাংলাদেশের এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদের বলেছি।

তিনি বলেন, গতকাল (৬ এপ্রিল) ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে। সেখানে বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি— আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাড়বে, কমবে না।

প্রেস সচিব বলেন, আমরা বলেছি যে, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্কেট শেয়ার আরও ভালো হবে।

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।

ট্যাগ :

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে যুক্ত হোন

সম্পাদক:

কপিরাইট ২০২৫ | ফাইন্ডিং পলিটিক্স