বৃহস্পতিবার, ২৭ চৈত্র, ১৪৩১ | ১০ এপ্রিল, ২০২৫ | রাত ১২:৩২

কাতার সফরে যাচ্ছেন ড. ইউনূস

আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তি‌নি আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাওয়ার কথা রয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলন শেষে আগামী ২৩ এপ্রিল প্রধান উপদেষ্টার ঢাকা ফেরার কথা রয়েছে।

সং‌শ্লিষ্টরা জানান, কাতারের দোহাতে আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। ড. ইউনূস সম্মেলনে যোগ দি‌তে সম্মতি জা‌নি‌য়ে‌ছেন। প্রধান উপ‌দেষ্টার অফিস ও পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সফ‌রের প্রস্তু‌তি নি‌চ্ছেন। তি‌নি স‌ম্মেল‌নে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুস্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ট্যাগ :

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে যুক্ত হোন

সম্পাদক:

কপিরাইট ২০২৫ | ফাইন্ডিং পলিটিক্স