যুদ্ধবিরতির মধ্যে গতকাল গাজায় ইসরায়েলের হামলা-আক্রমণকে নৃশংস ও বর্বরোচিত হিসেবে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, গতকাল রাতের এই বেপরোয়া হামলায় গাজায় ৩৫০ এর বেশি নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে সাত শতাধিক মানুষ। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আখ্যা দেন।
বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হামলা আক্রমণ করে ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাংগুলী দেখিয়ে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে; যা গুরুতর অপরাধের শামিল। গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গাজায় এই পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষ হত্যা, কয়েক লক্ষ মানুষ পঙ্গু ও আহত করে যে জঘন্য গণহত্যা সংঘটিত করেছে তার উপযুক্ত বিচার না হওয়ার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসায় ইসরায়েল নতুন করে উৎসাহিত হয়েছে। গাজায় ইসরায়েল একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে আসছে। এই গণহত্যা ও আগ্রাসন বন্ধে এই পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করতে পারেনি।
সাইফুল হক বলেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার গণতন্ত্র ও মানবাধিকারের বুলি চূড়ান্ত তামাশায় পরিণত হয়েছে। মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতিও সংহতি ও একাত্মতা প্রকাশ করছি।