বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ থেকে পালিয়ে গিয়েও শেখ হাসিনার মানসিকতা থেকে এখনও খুনের ভাব, হত্যাকারীর ভাব যায়নি। এখনও তিনি প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে এখন পর্যন্ত হত্যার ঘটনায় কোনও ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি।’
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নানাভাবে দেখছি, ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, দলের নেতাদের সঙ্গে কথা বলছেন। গাইবান্ধায়, সাতক্ষীরা, গোপালগঞ্জে- কোনও না কোনও জায়গায় কথা বলছেন। তাতে বোঝা যাচ্ছে, তার মধ্যে দুই হাজার মানুষকে হত্যার ঘটনায় কোনও অনুশোচনাই নেই।
‘বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনার যেসব বক্তব্য শোনা যায়, তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। জুলাই আন্দোলনের আগে ও পরে সব সময় আওয়ামী লীগ মিথ্যাচার করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অগ্নিস্ফুলিঙ্গের প্রবাহ সারা দেশে বয়ে গেছে। যার পথরেখা ধরে আমরা মুগ্ধের আত্মদান দেখেছি। আমরা আহনাফ, ফাইয়াজের আত্মদান দেখেছি। এসব বাচ্চারা-কিশোররা নির্ভীকভাবে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশ-র্যাবের সামনে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।’
রুহুল কবির রিজভী শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে বিচার শুরু করার দাবি জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার আব্দুস সালাম। রংপুর মেডিক্যাল ইউনিট সভাপতি ডাক্তার মাহফুজুর রহমানসহ ড্যাব এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা।