শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৮ মার্চ, ২০২৫ | রাত ৪:২৭

স্বাধীনতার ৫৪ বছর পরেও ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বহাল রাখা লজ্জাজনক: যুব বাঙালি

১৯৭১ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা বহাল রাখা লজ্জাজনক বলে মনে করে যুব বাঙালি।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর পরীবাগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতারা এমতো প্রকাশ করেন।

যুব বাঙালির কেন্দ্রীয় নেতারা উল্লেখ করেন, একাত্তরের সশস্ত্র সংগ্রামে বাঙালির শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশ কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বহাল থাকায় সশস্ত্র সংগ্রামের অর্জন ভুলণ্ঠিত। চব্বিশের জুলাই গণ-অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

আলোচনা সভায় যুব বাঙালির নেতারা আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটেছে তাকে কাঠামোগত রূপ দিতে রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। দলীয় ও অদলীয় শ্রেণি পেশার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রীয় কাঠামোই পারবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা করতে। আর তখনই আমরা পারবো দেশের প্রতিটি জনগণকে সত্যিকারের স্বাধীনতার সাধ উপভোগ করার মধ্যে দিয়ে চিন্তা ও মননে সৃজনশীলতার আলোতে উদ্ভাসিত করতে।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ছিলেন যুব বাঙালির উপদেষ্টা মাহতাবউদ্দিন তানসেন, কামরুজ্জামান অপু, সভাপতি তানভীর রায়হান, সহ কেন্দ্রীয় সংগঠক মো. আলী পারভেজ, সাগর খালাসি, মুশিউর রহমান, মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

ট্যাগ :

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে যুক্ত হোন

সম্পাদক:

কপিরাইট ২০২৫ | ফাইন্ডিং পলিটিক্স