বৃহস্পতিবার, ৪ বৈশাখ, ১৪৩২ | ১৭ এপ্রিল, ২০২৫ | বিকাল ৩:০৮

অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দিনক্ষণ জানতে চাইবে বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কি, তা জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আছে। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বেলা ১২টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এই বৈঠকের জন্য সিঙ্গাপুরের চিকিৎসা সফর কিছুটা সংক্ষিপ্ত করে পূর্ব নির্ধারিত তারিখের দুই দিন আগে, অর্থাৎ ১৪ এপ্রিল দেশে ফিরেছেন তিনি।

ট্যাগ :

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে যুক্ত হোন

সম্পাদক:

কপিরাইট ২০২৫ | ফাইন্ডিং পলিটিক্স